এই নির্বাচনেও ধরাশায়ী হচ্ছে হতে চলেছে পদ্ম শিবির

1 min read

চলছে নির্বাচন, অপেক্ষা এখন শুধু ফলাফলের। গুজরাট নির্বাচনের পর প্রশ্ন উঠছে দিল্লির ফলাফলে নিয়ে। সমীক্ষা বলছে, দিল্লি পুরসভাতে ক্ষমতা হারাতে চলেছে বিজেপি। আর বাজিমাত করতে পারে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। একাধিক বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস, এবারের নির্বাচনে যথেষ্ট ভালো ফল করবে কেজরির দল।

২৫০ আসনের দিল্লি পুরসভায় গরিষ্ঠতা পেতে গেলে ১২৬ টি আসনের প্রয়োজন। সেই ভোটের বুথ ফেরত সমীক্ষায় ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলছে, আপ পেতে পারে ১৪৯-১৭১ টি আসন, বিজেপি পেতে পারে ৬৯-৯১ টি আসন আর কংগ্রেসের জুটবে ৩-৭ আসন। সমীক্ষা অনুযায়ী, আপ পাচ্ছে ১৪৬-১৫৬ টি আসন, বিজেপি পেতে চলেছে ৮৪-৯৪ টি আসন এবং কংগ্রেস ৬-১০ আসন। বোঝাই যাচ্ছে, বুথ ফেরত সমীক্ষার ফল বাস্তবায়িত হলে তা গেরুয়া শিবিরের জন্য খুব একটা ভালো হবে না। আর কংগ্রেস গুজরাটের মতো এই নির্বাচনেও ধরাশায়ী হচ্ছে।

আর গুজরাটে শেষ হাসি কে হাসে তা জানতে অপেক্ষা করতে হবে ৮ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু আপাতত যদি এক্সিট পোলের কথা ধরা যায় তাহলে গুজরাট হচ্ছে গেরুয়া। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর গ্লোবাল স্টাডিজের বুথফেরত সমীক্ষা বলছে, ১৮২ আসন-বিশিষ্ট বিধানসভায় ১৬৭ টি আসন জিততে পারে বিজেপি। অর্থাৎ একেবারে গেরুয়া ঝড়। আর আম আদমি পার্টি কংগ্রেসকেও ছাপিয়ে যাবে। বলতেই হচ্ছে, সমীক্ষার হিসেব বাস্তবে মিলে গেলে আসন্ন লোকসভার আগে আবার চাপ বাড়বে কংগ্রেসের।

You May Also Like