ডুয়ার্সের রাভা জনজাতিরা ভোটের মুখে এবার আন্দোলনের পথে

0 min read

ভোটের মুখে এবার আন্দোলনের পথে ডুয়ার্সের রাভা জনজাতিরা।অবিলম্বে রাজ্য সরকার রাভাদের জন্য পৃথক উন্নয়ন বোর্ড না করলে ডুয়ার্সে আন্দোলনের ইতিহাস তৈরি হবে বলে হুশিয়ারী দিয়েছে নেতৃত্ব।সোমবার নিখিল রাভা ছাত্র সংস্থা ও নিখিল রাভা মহিলা পরিষদের পক্ষ থেকে একটি মিছিল আলিপুরদুয়ার শহর পরিক্রমা করে।

পরে সংগঠনের নেতা কর্মীরা জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার সামনে বিক্ষোভে সামিল হয়।রাভা নেতা রুবেন রাভা বলেন,দীর্ঘদিন ধরে রাজ্য সরকার তাদের বঞ্চিত করছে।পাঁচ বছর ধরে আদিবাসী উন্নয়ন সংস্কৃতি বোর্ড রাভা জনজাতিদের কোন সহযোগিতা করছেনাজনজাতিরা।

অবিলম্বে আদিবাসী হিসেবে রাভা জনজাতির জন্য আলাদা উন্নয়ন বোর্ডের দাবি করেন তিনি।ভোটের মুখে এই দাবি কেন,এ প্রশ্নে তিনি বলেন,ভোটের সময় তো আমাদের দাবি জানাচ্ছি।অবিলম্বে রাভা জনজাতি দের জন্য কোন বোর্ড না করা হলে বড় ধরনের আন্দোলনে নামবে রাভা জনজাতিরা।

You May Also Like