ফের দেখা দিচ্ছে নিম্নচাপের সম্ভবনা

1 min read

পূর্বেই ঘোষিত হয়েছিল চলতি বছর বর্ষা ঢুকবে সময়ের আগেই। কিন্তু কোথায় বৃষ্টি? বৃষ্টি তো নেই উল্টে মানুষ নাজেহাল হচ্ছে বাড়তে থাকা গরমে। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়নি। এমনকি উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে বেড়েছে ভূমিধসের পরিমান।

বিক্ষিপ্তভাবে কিছু জেলায় বৃষ্টি হলেও প্রবল বর্ষণের অপেক্ষায় রয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকা। কিন্তু আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহে আবার নিম্নচাপ তৈরির সম্ভাবনা আছে। তাহলে কি নাগাড়ে বৃষ্টি শুরু হবে এবার?

হাওয়া অফিসের পূর্বাভাস, রবিবারের মধ্যে সারা দেশে মৌসুমী বায়ু প্রবেশ করবে। এই আবহে আগামী সপ্তাহে ওড়িশায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকেই এর জেরে কলকাতা এবং দুই চব্বিশ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।

এদিকে আরও জানান হয়েছে, সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং আগামী কয়েক দিনে মেঘলা আকাশই বিরাজ করবে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে পূর্ব-পশ্চিম অক্ষরেখা। তাই বৃষ্টির আভাস দেওয়া হয়েছে।

তবে শুধু উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ নয়, ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলিতেও। এছাড়া আগামী কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরিতে। হাওয়া অফিস অনেক আগেই জানিয়েছিল যে, এবার তাড়াতাড়ি ঢুকবে বর্ষা।

ইতিমধ্যে দক্ষিণ ভারতের কেরলে বর্ষা ঢুকেও গিয়েছে বলে জানা গিয়েছিল। তাই বাংলাতেও আগে ঢুকবে বর্ষাকাল এটাই অনুমান করা হয়েছিল। কিন্তু সেইভাবে বৃষ্টির মুখ দেখা যাচ্ছে না এখনও। এই নিম্নচাপ কী নিয়ে আসে এখন সেটাই দেখার।

You May Also Like