রিপোর্ট এল কালীঘাটের কাকুর

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত দুই বছর ধরে বাংলায় দাঁড়িয়ে সর্বাধিক চর্চিত নামের মধ্যে একটি হল ‘কালীঘাটের কাকু’।

২০২৩ সালে শিক্ষক কেলেঙ্কারি মামলায় ইডির হাতে গ্রেফতার হন সুজয়কৃষ্ণ ভদ্র। তারপর থেকে জেলে কম আর এসএসকেএম হাসপাতালে বেশি থেকেছেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে এখনও তিনি হাসপাতালেই রয়েছেন। এরই মধ্যে সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত মেডিক্যাল রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা দিল SSKM-কর্তৃপক্ষ।

আদালত সূত্রে খবর, সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন মামলায় এসএসকেএম হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার আদালতে তার মেডিক্যাল রিপোর্ট রিপোর্ট পেশ করেছেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নিয়োগ দুর্নীতির অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র এখনও ‘মেডিক্যালি আনফিট’। অর্থাৎ তিনি এখনও সম্পূর্ণভাবে সুস্থ নন।

You May Also Like