বিনা ভোটেই জয়ী রাজ্যের শাসক শিবির

0 min read

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসানসোলের বারাবনি ব্লকের দুটি গ্রাম পঞ্চায়েতে জয়ী হল শাসকদল তৃণমূল কংগ্রেস। গতকাল পর্যন্ত চলছিল প্রার্থীদের মনোনয়ন পর্ব।

জানা গিয়েছে, শেষ দিনের মনোনয়ন পত্রের কাজ শেষে বারাবনি ব্লকের আটটি পঞ্চায়েতে মধ্যে দুটি পঞ্চায়েত একটি পানুড়িয়া ও অন্যটি পাঁচগেছিয়া পঞ্চায়েতে বিনা প্রতিদন্দিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেস। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর স্বাভাবিকভাবেই বেজায় উচ্ছ্বসিত স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

নিজেদের জয়ের পর আবির খেলে আনন্দে মেতে ওঠেন তৃণমূল নেতা ও কর্মীরা। এই জয় প্রসঙ্গে বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় বলেন, বারাবনির ৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তিনটি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে।

You May Also Like