আদালতের নির্দেশে খুশি রাজ্য

0 min read

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত ২৫ জুলাই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক শিক্ষকদের ‘পোস্টিং’ দুর্নীতির একটি মামলা ওঠে। এরপরই সিবিআইকে এই মামলার তদন্ত করার নির্দেশ দেয় আদালত।

কলকাতা হাইকোর্টের নির্দেশে ৩৪৪ জন প্রাথমিক শিক্ষককে ডেকে আজ থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছিলেন তদন্তকারীরা। তবে এই মামলায় সুপ্রিম স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার।

নিয়োগ দুর্নীতি নিয়ে এমনিতেই তদন্ত করছে সিবিআই তাই নতুন করে পোস্টিংয়ের মামলায় সিবিআই তদন্তের প্রয়োজনীতার কথা তুলে আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সুপ্রিম কোর্ট রাজ্যকে জানিয়েছে, এ বিষয়ে মূল মামলাকারীদের নোটিস দিতে হবে।

You May Also Like