ঐতিহ্য বজায় রাখতে নীল সাদা পোশাক ফিরিয়ে দিলো পড়ুয়ারা

0 min read

ঐতিহ্য বজায় রাখতে নীল সাদা পোশাক ফিরিয়ে দিল পড়ুয়ারা। শতাব্দী প্রাচীন জলপাইগুড়ি ফণীন্দ্রদেব বিদ্যালয়ে ঘটে যাওয়া এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহরে। জানা গেছে স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেনীর পড়ুয়াদের মধ্যে নতুন পোশাক বিলি করার কথা আগাম জানিয়ে দেওয়া হয় স্কুলের পক্ষ থেকে। সেই অনুযায়ী স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা পোশাক নিয়ে আসেন। বস্তা খুলতেই বেরিয়ে আসে নীল সাদা পোশাক। আর তখনই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তারা পোষাক না নিয়ে সন্তানদের নিয়ে বাড়ি চলে যান।

অভিভাবকেরা বলেন, “আমার ছেলে এই স্কুলে পড়ে। এত পুরোনো স্কুল। আমাদের স্কুলে সাদা জামা আর খাকী প্যান্ট পড়া হচ্ছে। এই পোষাক আমাদের ঐতিহ্য। দেখলাম সাদা জামা নীল রঙের প্যান্ট আনা হয়েছে। এই পোষাক আমাদের স্কুলের ঐতিহ্য নষ্ট করবে। তাই আমরা সাফ জানিয়ে দিলাম নতুন পোষাক আমরা নেব না।

ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক প্রকাশ কুন্ডু বলেন, “এই নিয়ে আমার কিছু বলার নেই। আমি আরও দুই দিন দেখব। এরপর বিষয়টি আমি আমার উর্ধতন কর্তৃপক্ষকে জানাব।”

You May Also Like