ঘুরতে পারে তদন্তের মোড়, প্রকাশ্যে এল জীবনকৃষ্ণর ফোনের তথ্য

0 min read

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বড় মোড় নল নিয়োগ দুর্নীতিকাণ্ড। বহু প্রচেষ্টার পর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার ফোন উদ্ধার করেছিল সিবিআই। আর এবার সেই ফোনের তথ্যও এল তদন্তকারীদের হাতে।

জানা গিয়েছে বিধায়কের ফোনে একাধিক চাঞ্চল্যকর তথ্য মিলেছে, যার ওপর ভিত্তি করে এবার জেলে গিয়ে জীবনকৃষ্ণকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। বিধায়কের দুটি ফোন থেকে প্রায় সাড়ে ৩০০ পাতার তথ্য মিলেছে। উদ্ধার করা হয়েছে হোয়াটসঅ্যাপ চ্যাট ও কয়েকশো অডিও ক্লিপ।

সিবিআই সূত্রে আরও দাবি, নিয়োগ ছাড়াও তার ফোন গুলি থেকে কয়েক জনের নাম সামনে এসেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে যার ফলে গোটা নিয়োগ মামলার মোড় ঘুরে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। এই কারণেই এসব তথ্যর ভিত্তিতে সরাসরি জীবনকৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

You May Also Like