আসন্ন নির্বাচন পূর্বেই বড় চমক

0 min read

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই প্রতিটি প্রকল্প ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। অন্যদিকে লোকসভার আগে মোদী সরকারের শেষ বাজেটে মহিলাদের উন্নয়ন নিয়ে বেশ কিছু বড় বার্তা রেখেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

নারীর ক্ষমতায়ন এবং নারীশক্তির উপর জোর দিয়েছেন তিনি। বাজেটে কেন্দ্রের ‘লাখপতি দিদি’ প্রকল্পে সদস্য সংখ্যা ২ কোটি থেকে ৩ কোটিতে নিয়ে যাওয়ার টার্গেট বেঁধে দিয়েছেন অর্থমন্ত্রী। কেন্দ্রের এই ঘোষণায় যথেষ্টই খুশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা।

ওয়াকিবহাল মহলের মতে, রাজ্য বাজেটে কেন্দ্রের ‘লাখপতি দিদি’ বনাম রাজ্যের ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র মধ্যেই বেশ টক্কর দেখা যেতে পারে। আর এই প্রেক্ষাপটে বরাদ্দের পরিমাণও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

You May Also Like