গ্রাম আছে,জনবসতিও আছে,কিন্তু নেই কোনও রাস্তা

0 min read

গ্রাম আছে। জনবসতিও আছে। এছাড়াও আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। কিন্তু নেই কোন রাস্তা। তাহলে স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠে, গ্রামবাসীরা চলাচল করে কি করে? ঝোপ , জঙ্গল, গর্ত , জল কাঁদা পেরিয়ে কোনো রকমে চলাচল করতে হয় গ্রামের বাসিন্দাদের।এমনি পরিস্থিতিকে ঘিরে চরম অসন্তোষ ছড়িয়েছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েতের নলডুবি গ্রামে। পুরাতন মালদা পুরসভার ৩৪ নম্বর জাতীয় সড়কের এক পাশে রয়েছে নলডুবি গ্রামটি।

জাতীয় সড়কের পাশে থাকা গ্রামের সার্বিক উন্নয়ন হওয়ারই কথা। কিন্তু দীর্ঘদিন ধরে শুধুমাত্র গ্রামের পাকা রাস্তা না থাকার কারণে দুর্ভোগ মাথায় নিয়েই রয়েছেন সংশ্লিষ্ট গ্রামের শতাধিক পরিবার।নলডুবি গ্রামে বেহাল রাস্তার পরিস্থিতির কথা জানতে পেরে বুধবার সকালে তদারকিতে যান পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত সদস্য যে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কোন রকম যোগাযোগ রাখেন না, সে কথাও পঞ্চায়েত সমিতির সভাপতির সামনে তুলে ধরেন বেশ কিছু গ্রামবাসীরা। এরপরই পঞ্চায়েত সমিতির সভাপতি মৃনালীনি মন্ডল মাইতি গ্রামের গোটা পরিস্থিতি তদারকি করে দেখেন।কোন কোন এলাকায় পাকা রাস্তার প্রয়োজন রয়েছে তারও তদারকি করে রিপোর্ট তৈরির কথা জানিয়েছেন তিনি।

নলডুবি গ্রামের একাংশ মানুষের বক্তব্য, এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। কিন্তু সেখানে যেতে গেলে গর্ত , ঝোপ , জঙ্গল পেরিয়ে যেতে হয়। কোন রাস্তা নেই। বর্ষার মরশুমে জল, কাদা ও পোকামাকড়ের সমস্যা রয়েছে। তাই শিশুদের একা ছাড়ার সাহস হয় না। দীর্ঘদিন আগে একটি ঢালাই রাস্তা হলেও তার অবস্থা বেহাল।

You May Also Like