এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বড় নির্দেশ

0 min read

নির্ধারিত সময়েই শুরু হয়েছে লোকসভা নির্বাচন। চারিদিকে এখন ভোটের আমেজ। এরই মাঝে হাইকোর্টের প্ৰতি ‘অবমাননাকর’ মন্তব্য করে বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট।

আদালতের নির্দেশ, আপাতত মামলা সংক্রান্ত সমস্ত নথি ও ফাইলপত্র প্রধান বিচারপতির কার্যালয় জমা থাকবে। কোন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে, তা ঠিক করবে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমনের সচিবালয়। প্রসঙ্গত, সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ।

এক ধাক্কায় ২৫৭৫৩ জন চাকরিহারা হয়েছেন। ভোটের মাঝে হাইকোর্টের এই রায়ের পরই ফুঁসতে শুরু করেন মমতা। ভরা সভায় দাঁড়িয়ে মমতা বলেন, ‘এরা আদালত কিনে নিয়েছে। আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না। সিবিআই, বিএসএফকে কিনে নিয়েছে’।

You May Also Like