এবার কালীপুজোয় ধূপগুড়িতে বিশেষ আকর্ষণ- চারধাম

1 min read

কালীপুজোয় সিকিমের চারধাম মন্দিরের থিম এবার সেজে উঠেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির এসটিএস ক্লাবের ৫৩তম বছরের পুজো মণ্ডপে। শুধু মণ্ডপ নয়, প্রতিমা এবং আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। উত্তরবঙ্গে কালীপুজোয় বিগ বাজেটের মধ্যে অন্যতম একটি হল ধূপগুড়ির এসটিএস ক্লাবের পুজো।

এই পূজো দেখতে বহুদূর- দূরান্তের দর্শনার্থীরা ভিড় জমায়। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন, জন্মাষ্টমীর দিন থেকে পূর্ব মেদিনীপুরের শিল্পীরা কাঠ, ফাইবারের শিট ও বাঁশ-সহ প্লাইউড দিয়ে পুজো মণ্ডপ তৈরির কাজ শুরু করে দিয়েছিলেন।

এখন মণ্ডপ নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে।পুজো কমিটির সম্পাদক সুশীল বৈদ্য বলেন,“বাংলা সিনেমার এক জনপ্রিয় নায়িকা পুজোর দুদিন আগে এসে পুজো মণ্ডপ উদ্বোধন করবেন।” তাই জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। তবে এবারের পূজোয় থাকছে একের পর এক প্রচুর চমক।

You May Also Like