সিএনজি সেগমেন্টে প্রবেশ করল টিকেএম

1 min read

টয়োটা কিরলোস্কর মোটর (টিকেএম) আজ সিএনজি সেগমেন্টে প্রবেশের ঘোষণা করল।  যার ফলে টয়োটা গ্লানজা এবং আরবান ক্রুজার হাইরাইডারের জন্য ই—সিএনজি প্রযুক্তির প্রবর্তনের মধ্যে এর গ্রেড লাইন আপ প্রসারিত করে। শুধু তাই নয় পরিবেশ-বান্ধব এবং অর্থনৈতিক বিকল্পের অফার করার লক্ষ্যে, উভয় মডেলেই ই-সিএনজি ট্রিম ম্যানুয়াল ট্রান্সমিশন (এমটি) পাওয়ারট্রেনের সাথে পাওয়া যাবে।

ই-সিএনজি প্রযুক্তি সহ টয়োটা গ্লাঞ্জার  দাম হবে ৮৪৩,০০০টাকা এবং টাকা এস এন্ড জি গ্রেডের জন্য দাম হবে যথাক্রমে ৯৪৬,০০০ টাকা।  আরবান ক্রুজার হাইরাইডারের ই-সিএনজি ট্রিমের দাম শীঘ্রই ঘোষণা করা হবে৷ উল্লেখ্য, আজ থেকে ভারতের সমস্ত  টয়োটা ডিলারশিপে গ্লানজা এবং আরবান ক্রুজারের ই-সিএনজি ট্রিমের বুকিং শুরু হবে।

টিকেএম -এর বিক্রয় ও কৌশলগত বিপণনের সহযোগী ভাইস প্রেসিডেন্ট অতুল সুদ বলেন,  সিএনজি সেগমেন্টে আমাদের যাত্রা করতে পেরে আমরা আনন্দিত।

You May Also Like