৫০০ মিলিয়ন মানুষকে ডিজিটালী সংযুক্ত করে ভি

1 min read

দেশের ৫০০ মিলিয়ন মানুষকে  ডিজিটালভাবে সংযুক্ত করে ভারতের শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর,  ভোডাফোন আইডিয়া লিমিটেড(ভি)। বর্তমানে ভি-এর লক্ষ্য হল তার  খুচরা/ রিটেইল ব্যবসা বৃদ্ধি। সাব ডিস্ট্রিক লেভেলে রিটেইল ফুটপ্রিন্ট বাড়াতে ভি পশ্চিমবঙ্গের  অনেক শহরে ৫০টি নতুন ফর্ম্যাট ‘ভি শপস’ চালু  করেছে।

উল্লেখ্য, বসিরহাট, রামপুরহাট, করিমপুর, সিঙ্গুর এবং অন্যান্যের মতো ছোট শহরগুলি এখন থেকে বিভিন্ন ধরনের অফার সহ ভি-এর কাছ থেকে দ্রুত পরিষেবার অ্যাক্সেস পাবে।ভি রিটেইল ফুটপ্রিন্ট বাড়াতে ৫টি সার্কেল দিয়ে শুরু করে, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কেরালা এবং পশ্চিম উত্তরপ্রদেশের একাধিক শহরে ৩০০টি নতুন ফর্ম্যাট ‘ভি শপস’ চালু করেছে।  এছাড়া আগামী কয়েক মাসের মধ্যে  আরও গ্রামীণ বাজার কভার করতে লোকাল পরিষেবা জোরদার করার পরিকল্পনা করছে ভি। 

ভোডাফোন আইডিয়া লিমিটেডের সিওও, অভিজিৎ কিশোর বলেন, দ্রুত পরিবর্তনশীল পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে গ্রাহকের চাহিদা পূরণের জন্য ভি সব সময় অগ্রণীর ভূমিকা পালন করে।

You May Also Like