টয়োটা কির্লোস্কর মোটর নিয়ে এলো টয়োটা রুমিয়ন

1 min read

টয়োটা কির্লোস্কর মোটর (টিকেএম) লঞ্চ করল তাদের নতুন কমপ্যাক্ট এমপিভি – অল-নিউ টয়োটা রুমিয়ন। এ হল এক স্টাইলিশ ও প্রিমিয়াম ফ্যামিলি কার। ভারতের এমপিভি সেগমেন্টে ইতিমধ্যেই সামনের সারিতে থাকা এই সেভেন-সিটার গাড়িটি বাজারে টয়োটার অবস্থান আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

বি-এমপিভি সেগমেন্টে প্রবেশ করে অল-নিউ টয়োটা রুমিয়ন পারিবারিক ক্ষেত্রে এক আরামদায়ক, সহজ, বিশ্বাসযোগ্য গাড়ি হিসেবে উপস্থিত হয়েছে। এই গাড়িতে রয়েছে নিও-ড্রাইভ টেকনোলজি ও ই-সিএনজি টেকনোলজি সমৃদ্ধ পাওয়ারফুল কে-সিরিজ ১.৫লিটার পেট্রল ইঞ্জিন। অল-নিউ টয়োটা রুমিয়ন পাওয়া যাবে ৬টি ভেরিয়েন্টে – এস এমটি/এটি, জি এমটি, ভি এমটি/এটি, এস এমটিসিএনজি। এই কমপ্যাক্ট এমপিভি পাওয়া যাবে ৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন ও ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সুবিধা-সহ। অল-নিউ টয়োটা রুমিয়ন-এ রয়েছে ১৭.৭৮সেমি স্মার্টপ্লে কাস্ট টাচস্ক্রিন অডিয়ো-সহ অ্যাডভান্সড ইনফোটেনমেন্ট সিস্টেম। স্মার্টওয়াচ ও হেই সিরি ভয়েস অ্যাসিস্ট্যান্ট-এর সঙ্গে সংযোগের ব্যবস্থাও রয়েছে। নিরাপত্তার জন্য রয়েছে একগুচ্ছ অ্যাডভান্সড সেফটি ফিচার। অল-নিউ টয়োটা রুমিয়ন-এর সঙ্গে পাওয়া যাবে ৩ বছর/১০০০০০কিমি স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি, যা ৫ বছর/২২০০০০কিমি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

You May Also Like