সাফাই কর্মীর ভূমিকায় তৃণমূল কাউন্সিলার

1 min read

সাফাই কর্মীর ভূমিকায় তৃণমূল কাউন্সিলার।নিজের ওয়ার্ডের পাড়ায় পাড়ায় গিয়ে পচনশীল-অপচনশীল আবর্জনা সংগ্রহ করে জঞ্জালের গাড়িতে ফেললেন পুরাতন মালদা পুরসভা তৃণমূল দলের কাউন্সিলর জান্নাতুন নেসা। সাধারণ মানুষ রাস্তায় যত্রতত্র আবর্জনা যাতে না ফেলে,সে ব্যাপারেও প্রচার চালালেন পুরাতন মালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জান্নাতুন নেসা।

পাশাপাশি পুরসভার কর্মীদের সঙ্গে বাড়ি বাড়ি আবর্জনা নিয়ে জঞ্জালের গাড়িতে ফেললেন তৃণমূল কাউন্সিলার। সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের এমন উদ্যোগ দেখে হতবাক সাধারণ মানুষ। তৃণমূল কাউন্সিলার জান্নাতুন নেসার বক্তব্য,ডেঙ্গু সহ বিভিন্ন ধরনের মশাবাহিত রোগ নিধনের ক্ষেত্রেই জঞ্জাল সাফাই এবং এলাকা পরিছন্ন রাখা অত্যন্ত প্রয়োজন।

তার জন্যই এদিন এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।মঙ্গলবার সকালে পুরাতন মালদা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল দলের কাউন্সিলার জান্নাতুন নেসা পুরসভার সাফাই কর্মীদের সঙ্গে বাড়ি বাড়ি জঞ্জাল সংগ্রহে নেমে পড়েন। তার সঙ্গে উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য কর্মীরা। বেশ কিছু বাড়ি থেকে জঞ্জাল সংগ্রহ করে পুরসভার গাড়িতে মজুত করতে দেখা গিয়েছে কাউন্সিলারকে। মানুষ যাতে পরিছন্নতার দিক দিয়ে সম্পূর্ণভাবে সচেতন থাকে, তার জন্য এই উদ্যোগ বলে জানিয়েছেন কাউন্সিলার জান্নাতুন নেসা।

You May Also Like