লাল সিং চাড্ডা বন্ধের আর্জি নিয়ে হাইকোর্টে দায়ের হল মামলা

0 min read

ছবিটি মুক্তির আগে থেকেই ছিল বিতর্কের শিখরে, মুক্তির পরেও চলছে বিতর্ক। অবনতি ঘটতে পারে রাজ্যের আইনশৃঙ্খলার। ধর্মীয় ভাবাবেগ আঘাত করতে পারে অভিনেতা আমির খানের নতুন ছবি লাল সিং চাড্ডা।

তা সেটি অবিলম্বে নিষিদ্ধ করা হোক রাজ্যে। এই মর্মে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে এই মামলার। মামলাকার নাজিয়া ইলাহী খানের বক্তব্য, এই ছবি শান্তি বিঘ্নিত করতে পারে রাজ্যের। তাই একে দেখানো বন্ধ হোক বাংলায়।

এমনিতেই আমির খান অভিনীত এই ছবি নিয়ে দেশজুড়ে বিতর্কের শেষ নেই। সোশ্যাল মিডিয়াতে অনেক আগে থেকে বয়কটের ডাক উঠেছিল এই সিনেমার। এবার পশ্চিমবঙ্গেও বিতর্ক নতুন করে বাড়ল।

আগে বিভিন্ন রাজ্যে এই ছবি দেখানো বন্ধ করার দাবিতে নানা জায়গায় অশান্তি হয়েছে। সিনেমা হলের সামনে দাঁড়িয়ে এই ছবি বয়কট করার আহ্বান জানান হয়। মূলত হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে বলেই এই ছবির বিরুদ্ধে অভিযোগ।

গত ১১ অগস্ট এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কিন্তু আমির খানের ছবির যে বাজার থাকে তা এই ছবির ক্ষেত্রে প্রথম থেকেই দেখা যায়নি। ১০ দিনে ৫০ কোটি টাকারও ব্যবসা করতে পারেনি এই ছবি। খুব তাড়াতাড়ি হল থেকেও সরিয়ে নেওয়া হতে পারে লাল সিং চাড্ডা।

তারই মধ্যে আবার এই ছবি নিয়ে নতুন মামলা। যদিও কলকাতা বা বঙ্গের অন্য জেলায় এই সিনেমা নিয়ে বিক্ষোভ বা অশান্তি হয়েছে এমন খবর নেই।

You May Also Like