এসএমসি গ্লোবাল সিকিউরিটিজের সঙ্গে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের পার্টনারশিপ

1 min read

এসএমসি গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেড উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের (উজ্জীবন এসএফবি) সঙ্গে এক স্ট্রাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হয়েছে। এই সম্পর্কের ফলে সেভিংস, ডিম্যাট ও ট্রেডিং অ্যাকাউন্ট-সহ বিভিন্ন পরিষেবা দেওয়া যাবে, যা উজ্জীবন এসএফবি’র গ্রাহকদের ঝামেলামুক্ত ও সুবিধাজনক ট্রেডিং অভিজ্ঞতা প্রদান করতে পারবে।

এই সহযোগিতার ফলে এসএমসি গ্লোবাল উজ্জীবন এসএফবি-র ভারত-জোড়া উপস্থিতিকে কাজে লাগিয়ে ৭৬ লক্ষেরও বেশি গ্রাহককে পরিষেবা দিয়ে তার গ্রাহক-ভিত্তি প্রসারিত করতে সক্ষম হবে। এই ব্যবস্থায় এসএমসি গ্লোবাল উজ্জীবন এসএফবি গ্রাহকদের ট্রেডিং ও ডিম্যাট অ্যাকাউন্টের সম্পর্ক পরিচালনা করবে। ব্যাংকের গ্রাহকদের পূর্ণ ও ডিসকাউন্ট ব্রোকারেজ পরিষেবা প্রদান করবে এসএমসি। উজ্জীবন এসএফবি’র গ্রাহকরা উজ্জীবন এসএফবি মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারবেন।

এসএমসি গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ডিরেক্টর ও সিইও অজয় গর্গ এবং উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের এমডি ও সিইও ইত্তিরা ডেভিস আশা প্রকাশ করে বলেছেন, এই পার্টনারশিপের ফলে উভয় সংস্থা আরও শক্তিশালী হবে এবং গ্রাহকদের আরও বেশি পরিষেবা দেওয়া সম্ভব হবে।

You May Also Like