গণিত ও কম্পিউটিং-এ আন্ডার গ্রাজুয়েট B.Tech. প্রোগ্রাম চালু করল MAHE

1 min read

ডেটা সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন বিভাগের সহযোগিতায় গণিত ও কম্পিউটিং-এ আন্ডার গ্রাজুয়েট B.Tech. প্রোগ্রাম চালু করেছে মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজি / MAHE। প্রোগ্রামটি গাণিত, স্ট্যাটিসটিক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিষয়গুলিকে একত্রিত করে ডিজাইন করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৩ মার্চ MAHE সফরের সময় এই প্রোগ্রামটি শুরু করেছিলেন প্রফেসর আর্থার টি. বেঞ্জামিন। যা ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে৷ MAHE –এর লক্ষ হল এই প্রোগ্রামটি চালু করার মাধ্যমে শিক্ষার্থীদের – গণিত, স্ট্যাটিসটিক ও সায়েনটিফিক কম্পিউটিং-এ প্রাকটিক্যাল ট্রেনিং-এর সাথে থিওরিটিক্যাল জ্ঞান প্রদান করা। যাতে পরবর্তীতে ভারতের পাশাপাশি বিদেশে গবেষণা প্রোগ্রাম ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠরত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন অসুবিধা না হয়।

অর্থাৎ শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। দেশে ও আন্তর্জাতিক স্তরে নামী শিক্ষা প্রতিষ্ঠান ক্যারিয়ার তৈরির করার জন্য যাতে শিক্ষার্থীরা সহজেই সুযোগ পায় সেই কথা মাথায় রেখেই MAHE –এর তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

You May Also Like