আগামীকাল উদ্বোধন হবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস

1 min read

আগামীকাল উদ্বোধন হবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি স্টেশন পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের। সেই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শিলিগুড়িতে এলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। বৃহস্পতিবার, দুপুরে তিনি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান।

সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান আগামীকাল একটি ঐতিহাসিক দিন হতে চলেছে। উন্নয়নের দিকে ভারত কতটা এগিয়ে সেটারই প্রমাণ এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন যার শুভ উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫০ কিলোমিটার গতিতে চলা এই ট্রেন দক্ষিনবঙ্গ ও উত্তরবঙ্গের মানুষদের যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা দেবে।

তিনি আরো জানান এভাবে বিভিন্ন ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকার উন্নয়ন করছে। যা সকলের সামনে প্রকাশ্য। উত্তরবঙ্গের উন্নয়নের দিকে তাদের বিশেষ জোড় রয়েছে। তিনি আরো বলেন উত্তরের পর্যটনশিল্পের উন্নয়নে ও প্রচার – প্রসারে এই ট্রেনের অনেকটা অবদান থাকবে।

You May Also Like