দিঘাকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ

0 min read

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। তবে এবার ডিআরডিও একটি বড় উদ্যোগ নিয়েছিলো দীঘাকে কেন্দ্র করে।

ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশান (ডিআরডিও) আগামী মার্চ বা এপ্রিল মাসে পূর্ব মেদিনীপুরের উপকূল এলাকায় মিসাইল টেস্ট করতে চায়। পরীক্ষামূলকভাবে মিসাইল উৎক্ষেপণ হবে কাঁথির জুনপুট উপকূল থেকে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে, চলছিল কাজের মহড়া।

সেই সময় শুরু হয় তীব্র শব্দ। শব্দের ফলে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। অভিযোগ কিছু শিশু এই শব্দের ফলে জ্ঞানও হারিয়ে ফেলে। ঘটনাস্থলে এসে উপস্থিত হয় বিভিন্ন রাজনৈতিক দল, এলাকাবাসী, মৎস্যজীবী সংগঠন, বিজ্ঞান সংগঠনের সদস্যরা। শুরু হয় বিক্ষোভ। প্রসঙ্গত, এই ধরনের মিসাইল টেস্ট এই প্রথম হতে চলেছে রাজ্যের উপকূল এলাকা থেকে।

You May Also Like