শিক্ষকদের সম্মান জানালো ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন

1 min read

শিক্ষক দিবস উপলক্ষে ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল ‘ভোডাফোন আইডিয়া টিচার্স ডে কনক্লেভ ২০২১’। এর উদ্দেশ্য ছিল টিচার্স স্কলারশিপ প্রোগ্রামের দ্বারা উপকৃত শিক্ষকদের সম্মান প্রদর্শন করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – সর্বেন্দ্র বিক্রম বাহাদুর সিং (ডিরেক্টর, এসসিইআরটি ও বেসিক এডুকেশন, উত্তর প্রদেশ), ও এল মান্দলই (অ্যাডিশনাল ডিরেক্টর, আরএসকে, মধ্য প্রদেশ), ড. দেবাঙ বিপিন খাখর (ফর্মার ডিরেক্টর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, মুম্বই), পি বালাজি (চিফ রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার, ভিআইএল ও ডিরেক্টর, ভোডাফোন ফাউন্ডেশন)।

ভোডাফোন আইডিয়া টিচার্স স্কলারশিপ প্রোগ্রাম ২০২১-এর বিজয়ীদের সম্মান জানিয়ে ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশনের তরফে ২২টি রাজ্যের ১১০ জনের প্রত্যেককে ১ লক্ষ টাকার স্কলারশিপ প্রদান করা হয়। এই উপলক্ষে ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশন ‘টিচার্স ডায়েরি’ নামে একটি পুস্তকও প্রকাশ করে। উল্লেখ্য, শিক্ষণ, অনুশীলন ও শিক্ষাদানের ক্ষমতা বৃদ্ধির জন্য ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম ‘জিজ্ঞাসা’ এবং ‘নলেজ শেয়ারিং অ্যান্ড এক্সচেঞ্জ’ প্লাটফর্ম ‘গুরুশালা’ কাজ করে চলেছে।

You May Also Like