শুরু হল ভি’র নতুন প্রচারাভিযান – ‘কারও আমরা হও’

1 min read

অন্যতম শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর ‘ভি’ তাদের নতুন আবেগপ্রবণ সৃজনশীল প্রচারাভিযান ‘বি সামওয়ানস উই’ (Be Someone’s We’) শুরু করেছে। এর উদ্দেশ্য হল গ্রাহকদের একটি উন্নত ‘আজ’ গড়ে তোলা এবং একটি উজ্জ্বল ‘ভবিষ্যত’ গড়ে তোলার আহ্বান জানানো। এই প্রচারাভিযানে দৈনন্দিন জীবনের ভাল ও সমস্যাপূর্ণ পরিস্থিতি থেকে অনুপ্রেরণা গ্রহণ করে কীভাবে একটি নেটওয়ার্ক গড়ে তুলে একতার অনুভূতি বাড়ানোর জন্য একটি সেতু তৈরির কথা বলা হয়েছে।

‘বি সামওয়ানস উই’ (‘কারও আমরা হও’) দেখাচ্ছে যে কল বা বার্তার একটি ছোট ইঙ্গিতও কাউকে বাদ পড়ার বোধ থেকে, একাকীবোধ থেকে মুক্তি দিতে পারে এবং ভালবাসা ও যত্ন নেওয়ার জন্য তা যথেষ্ট। ভি’কে বিশ্বস্ত সঙ্গী হিসেবে প্রতিষ্ঠিত করে, এই ‘বি সামওয়ানস উই’ প্রচারাভিযানটি তরুণদের সংযোগ, সম্পৃক্ততা ও মেজাজকে উন্নত করার চেষ্টা করবে।

ওগিলভি ইন্ডিয়া রচিত এই প্রচারাভিযানে জীবনের বিভিন্ন গল্প রয়েছে যা এমন পরিস্থিতির উপর দৃষ্টি নিবদ্ধ করে যা বাদ পড়ে যাওয়া বা একাকীত্ব বোধ সৃষ্টি করতে পারে। বিজ্ঞাপনের গল্পে একটি নতুন আকর্ষণীয় উপায়ে ‘আকেলে আকেলে কাহাঁ জা রাহে হো’ গানটিকে ব্যবহার করা হয়েছে – প্রথম গল্প: ডান্ডিয়া এবং দ্বিতীয় গল্প: ক্ষীর। ৫ অক্টোবর ওয়ার্ল্ড কাপ উপলক্ষে প্রথম প্রচারিত হচ্ছে এই ক্যাম্পেন। বিশ্বকাপের পাশাপাশি, ফিল্মগুলি সারাউন্ড চ্যানেল ও ডিজিটালেও থাকবে এই ক্যাম্পেনটি ডিজিটাল। তাছাড়া, ডিজিটাল, ওওএইচ এবং রিটেল চ্যানেলগুলিতেও থাকবে।

You May Also Like