কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে শহীদ দিবসের জন্য

0 min read

আজকের দিনের সমস্ত প্রস্তুতি শেষের পথে, মহানগরীর বুকে শহর জুড়ে পালিত হবে ২১ জুলাই, রাজ্যের শাসক দল তৃণমূলের শহীদ দিবস। কয়েক হাজার লোকের জন্য ভিড় ও ট্রাফিক সামলাতে মোতায়েন থাকবে অতিরিক্ত ৫০০০ পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ময়দানে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদা ৩১ জন অফিসার ও ৮ জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার।

রাস্তায় নামবেন ৮০ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অফিসার। থাকছে বিপর্যয় মোকাবিলা দফতরের ৪টি টিম ও ৬টি কুইক রেসপন্স টিম। ১৮টি অ্যাম্বুল্যান্স ও ৪৮টি হেল্প ডেস্ক থাকবে। মোট ৪৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে।

মালদা এবং মুর্শিদাবাদের কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর ও দার্জিলিঙের কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। পঞ্চায়েত ভোট ও বিরোধী মহাজোটের পর নজর তৃণমূল সুপ্রিমো বার্তার দিকে।

You May Also Like