নতুন কোন বোলার নিচ্ছে কেকেআর?

1 min read

পঞ্জাব কিংসের বিরুদ্ধে ২৬১ রান করে কেকেআরকে হারের ক্ষত দীর্ঘ দিন বয়ে বেড়াতে হবে। সোমবার ঘরের মাঠে কেকেআরের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। নাইটরা জয়ে ফিরতে মরিয়া। দিল্লির বিরুদ্ধে নামার আগে কেকেআরের প্রথম চিন্তার কারণ হল বোলিং বিভাগের শোচনীয় খারাপ পারফরম্যান্স। ব্যাটাররা যত বড়ই টোটাল করুক না, কেকেআরের বোলারদের পারফরম্যান্স দেখে তা সেফ মনে হচ্ছে না। সুনীল নারিন একমাত্র ব্যতিক্রম।

ফলে কেকেআরের বোলিংয়ে পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। গত ম্যাচে স্টার্কের চোট থাকায় পরিবর্তে শ্রীলঙ্কার দুষ্মান্তা চামিরা খেলেছিলেন। তবে তিনিও ভার পারফর্ম করতে পারেনননি। কেকেআর সূত্রে খবর, স্টার্কের চোট এখন অনেক ভাল জায়গায় রয়েছে। ফলে দিল্লির বিরুদ্ধে তিনি ফিরতে পারেন। তবে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্টের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। আরও একটি সম্ভাবনা রয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের জার্সিতে অভিষেক হতে পারে নতুন বিদেশীর। নতুন সঙ্গী পেতে পারেন সুনীল নারিন।

কেকেআরের নতুন বিদেশী হিসেবে মাঠে নামতে পারেন আফগান মিস্ট্রি স্পিনার আল্লাহ গজনফর। মুজিবুর রহমানের বদলে আফগানিস্তানের এই স্পিনারকে দলে নিয়েছিল শাহরুখের দল। আফগানিস্তানের হয়ে বছর ১৬-র স্পিনার আল্লাহ গজনফর ৩টে টি-২০ এবং ২টি একদিনের ম্যাচ খেলেছেন এই তরুণ স্পিনার। ৬টা প্রথম শ্রেণির ক্রিকেটে ৫ উইকেট নেওয়ার রেকর্ডও আছে। আফগান স্পিনার খেললে সেই জায়গায় বসানো হতে পারে বরুণ চক্রবর্তীকে। সেই জায়গায় খেলতে পারেন চেতন সাকারিয়া বা বৈভব অরোরা। আল্লাহ গজনফর খেললেন স্টার্ক বা দুষ্মান্তা চামিরার জায়গায়।

You May Also Like