বারংবার করে কমে গিয়েও কেন বাড়ছে সংক্রমণ

1 min read

বেশ কয়েক মাসের স্বস্তির বছর শেষেই আবার নতুন করে বাড়তে থাকা সংক্রমণের সংখ্যা আশঙ্কার মেঘ নিয়ে এসেছে চিনে। ফের একবার ভয়ঙ্করভাবে বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের দাপট। শেষ কয়েক দিন বিপুলভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে দেশের বেশ কয়েকটি শহরে। এমনকি পরিস্থিতি এমনই যে, হাসপাতালের পরিকাঠামো বাড়াতে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। লাল ফৌজের দেশের এই পরিস্থিতি দেখে ভারতও আগে থেকে সতর্ক হতে শুরু করে দিয়েছে।

বিশ্লেষকদের মত, শীতেই করোনার নতুন স্ফীতি আছড়ে পড়তে পারে। লক্ষ্য করে দেখা যাবে, আগের দু’বছরও এই ডিসেম্বর, জানুয়ারি মাস থেকেই কোভিডের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। এবারেও তাই হচ্ছে। তবে অনেকের মতে, বিষয়টি আগের মতো বাড়াবাড়ি রকমের নাও হতে পারে কারণ অধিকাংশ মানুষ ভ্যাকসিন নিয়েছেন। এই ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে চিনে কেন করোনা বাড়ছে তার একটা বড় কারণ হিসেবে বিশেষজ্ঞরা ভ্যাকসিন না নেওয়াকেই দায়ি করছেন। পর্যাপ্ত টিকাকরণের অভাব এবং কার্যকর নয় এমন টিকার ব্যবহারের ফলেই চিনে বাড়ছে সংক্রমণ বলে মত গবেষকদের একাংশ।

ইতিমধ্যেই খবর এসেছে, চিনে গত কয়েক দিনের মধ্যে একাধিক মৃত্যুও হয়েছে করোনায়। তাই ভয় আরও বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। নতুন এই ঢেউয়ে আগামী তিন মাসের মধ্যে ৬০ শতাংশ মানুষ আক্রান্ত হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। ইতিমধ্যেই চিনের হাসপাতালগুলিতে করোনা রোগীর সংখ্যাও বাড়তে শুরু করেছে বলে খবর।

You May Also Like