উইমেন্স প্রিমিয়ার লিগে চ্য়াম্পিয়ন আরসিবি

1 min read

মেয়েরা করে দেখালেন, ছেলেরা পারেননি এখনও। তাও আবার টুর্নামেন্ট শুরু হওয়ার ১ বছরের মধ্যেই! মেয়েদের আইপিএল বা উইমেন্স প্রিমিয়ার লিগে চ্য়াম্পিয়ন হলেন আরসিবি। তারা ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিল। বাংলার রিচা ঘোষ এ বারের টুর্নামেন্টে নজর কাড়লেন। ৭ ওভারে ৬৪ রান! দিল্লি এদিন প্রথমে ব্যাট করতে নেমে কার্যত ঝড়ের গতি রান তুলছিল। শেফালি শর্মা রণংদেহি মেজাজে ছিলেন। সোফি মলিনক্স আসেন অষ্টম ওভারে বল করতে। আরসিবিকে চালকের আসনে বসিয়ে দেন তিনিই। কীভাবে? ওভারের প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরেন শেফালি, আর দ্বিতীয় বলে জেমাইমা রদ্রিগেজ। চতুর্থ বলে এলিস ক্যাপ্সি উইকেট তুলে নেন সোফি। এরপর নিয়মিত উইকেট পড়ে থাকে। শেষপর্যন্ত দিল্লি ১১৩ রানে অল আউট হয়ে যায়।

এদিকে প্রতিপক্ষকে অল্প রানে বেঁধে রাখতে পারলেও, লড়াই করতে হয় আরসিবিকেও। স্মৃতি মন্ধানা ও সোফি ডিভাইন জুটিতে ৪৯ রান তোলেন। শেষ ওভারে জয়ের জন্য আরসিবি-র প্রয়োজন ছিল ৫ রান। মন্ধানারা তিন বল বাকি থাকতে ম্যাচ জিতে নেন। এ বারের বাংলার রিচা টুর্নামেন্টে নজর কাড়লেন। ১০ ম্যাচে ২৫৭ রান করলেন তিনি। স্মৃতি মন্ধানা ১০ ম্যাচে করেন ৩০০ রান। তাঁরা সকলেই আরসিবি-র ক্রিকেটার।

You May Also Like