অভুক্তদের মুখে খাবার তুলে দিতে চাই: ক্যাটরিনা

0 min read

করোনার কারণে পুরো ভারতে এখন লকডাউন চলছে। এই অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। শুধু ভারত নয়, এমন পরিস্থিতিতে মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে সারাবিশ্ব।

ক্যাটরিনার নিজের সংস্থা ব্র্যান্ড কায় বিউটি ও ডি’হাত ফাউন্ডেশন যৌথভাবে এই কাজ করবে। এমন উদ্যোগ নিয়ে ক্যাটরিনা তার ইনস্টাগ্রামে লেখেন, ‘দেশে এখন ভয়াবহ পরিস্থিতি চলছে। অনেকেই খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কিন্তু কিছু মানুষ আছেন যাদের কষ্ট অন্যদের চেয়ে আরও অনেক বেশি।

এই অসহায় মানুষগুলো মানবেতর দিন কাটাচ্ছেন। তাদের পাশেই দাঁড়াতে চাই আমরা। অভুক্তদের মুখে খাবার তুলে দিতে চাই। ভান্ডারা জেলার দিনমজুরদের খাবার ও স্বাস্থ্য সম্পর্কিত মৌলিক চাহিদাগুলো পূরণের চেষ্টা করবো আমরা। আমি মনে করি, বিশ্বের এই মহামারির সময় সবাই নিজ নিজ জায়গা থেকে এগিয়ে এলে এ দুর্যোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।’

You May Also Like