অযোধ্যায় মন্দির গড়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট…

1 min read

নিজস্ব সংবাদদাতাা : অবশেষে নিষ্পত্তি হল ৭০ বছর ধরে চলে আসা আইনি লড়াইয়ের। অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির তৈরি করার রায় দিল সুপ্রিম কোর্ট। অযোধ্যায় ২.৭৭ একর জমি হিন্দু সংগঠনকে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যায় অন্যত্র পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

অযোধ্যায় মন্দির বানাতে তিন মাসের মধ্যে ট্রাস্ট বানানোর জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায় দিতে গিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্টকে গুরুত্ব দিয়েছে সর্বোচ্চ আদালত। এএসআই-এর রিপোর্টে বলা হয় যে খালি জমিতে বাবরি মসজিদ তৈরি হয়নি। মসজিদের নীচে কাঠামোর সন্ধান পাওয়া গিয়েছে এবং এই কাঠামো ইসলামিক স্থাপত্য নয় বলে জানিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তবে মন্দির ভেঙেই যে মসজিদ তৈরি হয়েছে এমন কোনও প্রমাণ এএসআই দিতে পারেনি।

You May Also Like