আইটি সেক্টর বাদে সব জায়গাতেই দেখা গেছে শেয়ার সূচক ঊর্ধ্বগামী।

1 min read

করোনাকে রুখতে টানা লকডাউনের জেরে দেশের ধুঁকতে থাকা আর্থিক অবস্থাকে চাঙ্গা করতে মঙ্গলবার রাত ৮টার সময় জাতির উদ্দেশে ভাষণে ২০ লক্ষ কোটি টাকার অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার প্রভাব পড়েছে দেশীয় শেয়ার বাজারে। বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গেই বেশ খানিকটা চাঙা হয়ে উঠতে দেখা গেল শেয়ার সূচক। S&P BSE Sensex সূচকটি ১,৪৭০.৭৫ পয়েন্ট বা ৪.৬৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩২,৮৪১.৮৭ পয়েন্টে। ওদিকে NSE Nifty 50 এর বেঞ্চমার্ক আগের দিনের থেকে ৩৮৭.৬৫ পয়েন্ট (৪.২২ শতাংশ) বেড়ে পৌঁছয় ৯,৫৮৪.২০ পয়েন্টে। আইটি সেক্টর বাদ দিয়ে মোটামুটি সব জায়গাতেই দেখা গেছে শেয়ার সূচক ঊর্ধ্বগামী। বেড়েছে অটোমোবাইল সেক্টরের শেয়ার সূচকও।

You May Also Like