আইনের আঙিনা ছেড়ে সংসদীয় রাজনীতির বৃত্তে মহেশ জেঠমালানি

1 min read

রাজ্যসভায় মনোনীত হলেন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি। সোমবার সংসদের উচ্চকক্ষে তাঁকে মনোনীত করা হল। রাজ্যসভার সাংসদ হিসেবে ২০২৪ সালের মে মাস পর্যন্ত এই পদে থাকবেন তিনি।অপরাধ  সংক্রান্ত মামলা এবং জনসাধারণকে আইনি সাহায্য পাইয়ে দিতে রাম জেঠমালানির লড়াই এবং অবদান নিঃসন্দেহে স্মরণীয়। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন পাসের পর, ১৯৮০ সালে ব্রিটিশ বার কাউন্সিল থেকে ব্যারিস্টার হন তিনি। গত ৪০ বছরে একাধিক মামলায় সাফল্য পেয়েছেন মহেশ জেঠমালানি।

মহেশ জেঠমালানির রাজনৈতিক জীবন অবশ্য আজকের নয়।কর্মজীবনের শুরুতে মহারাষ্ট্র তৎকালীন মুখ্যমন্ত্রী এ আর আন্তুলে মামলায় তাঁর সওয়াল আইনজীবী মহলে প্রশংসিত হয়েছিল। তিনি বিজেপির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলের জাতীয় কর্মসমিতির সদস্য থাকাকালীন ২০১২ সালে তৎকালীন সভাপতি নীতীন গড়কড়ির সঙ্গে সংঘাতের জেরে পদ ছাড়েন মহেশ।সম্প্রতি আর্থিক দুনীর্তি কাণ্ডে মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংয়ের আইনজীবী হিসাবে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা লড়েছেন তিনি। রাজ্যসভায় মহেশের মনোনয়নের ব্যাপারে তাঁর সহকর্মী আইনজীবী প্রণব ভেদকা জানান, ‘‘সংসদে সম্পদ হতে পারেন মহেশ জেটমালানি। বিশেষ করে ওঁর আইনি পরামর্শ দেশের পক্ষে খুবই কার্যকরী হবে।’’ সম্প্রতি রাজ্যসভার বিজেপি সাংসদ তথা বিশিষ্ট স্থপতি-ভাস্কর রঘুনাথ মহাপাত্র করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত হন। সেই আসন খালি হওয়ার জেরে রাজ্যসভায় মনোনীত করা হল মহেশ জেঠমালানিকে।

You May Also Like