জলপাইগুড়ির এক বৃদ্ধার সৎকারে এগিয়ে আসলেন সমাজসেবী শান্তনু শর্মা ও তার ছাত্র ছাত্রীরা

0 min read

কোভিড রিপোর্ট নেগেটিভ হয়ে মৃত্যু হয় জলপাইগুড়ি শিরিষতলা এলাকার এক বৃদ্ধার। করোনার ভয়ে সৎকারে পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় এগিয়ে এলো না কেউই। পাড়া প্রতিবেশী আত্মীয় সকলের মনেই অজানা কারনে ভয়৷ অবশেষে খবর পেয়ে দেহ সৎকার করতে এগিয়ে এলো সমাজসেবী শান্তনু শর্মা ।

জলপাইগুড়ি শহরের শিরিষতলা এলাকার ঘটনায় শোরগোল পড়ে গেছে। জানা যায়, আনুমানিক ৮০ বছর বয়সী এক বৃদ্ধা হৃদ রোগে ভুগছিলেন। এদিন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু বাড়ির অন্যরা করোনা সংক্রামিত হওয়ায় কেউ এগিয়ে আসতে পারেনি।

অবশেষে সোমবার শহরের সমাজসেবী শান্তনু শর্মা তার সহকর্মীদের সাথে নিয়ে দেহ সতকারের দায়িত্ব হাতে তুলে নেন। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেহেন অনেকেই৷ শেষমেষ খবর পেয়ে দেহ সৎকার করল সমাজসেবী।

You May Also Like