আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে হাতে পৌঁছাবে ভ্যাকসিন

0 min read

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি ভ্যাকসিনের দ্বিতীয় পর্বের ট্রায়াল সফল হওয়ার পরে আশায় বুক বাঁধতে শুরু করেছে গোটা বিশ্ব। এই ভ্যাকসিন প্রস্তুতকারী মার্কিন সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। সম্ভবত ডিসেম্বর বা আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে এই ভ্যাকসিন দেশের মানুষের হাতে এসে পৌঁছাবে। ১৩০ কোটি দেশের প্রত্যেকটি মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছতে কমপক্ষে সময় লাগবে তিন থেকে চার বছর।

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা জানান, তৃতীয় পর্বে পরীক্ষাও সফল হয় সে ক্ষেত্রে আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে ভারতের বাজারে পাওয়া যাবে এই ভ্যাকসিন। বর্তমানে সংশ্লিষ্ট কোম্পানির ৭ থেকে ৮ কোটি ডোজ তৈরি করার মতো ক্ষমতা রয়েছে। ডিসেম্বর মাসের মধ্যে তিন কোটি ডোজ তৈরি হয়ে যাবে।

You May Also Like