আগামী ১ জুন থেকে সংসদের ক্যান্টিনে কেবল মাত্র ‘মেড ইন ইন্ডিয়া’ অর্থাৎ স্বদেশীয় সামগ্রীই বিক্রি হবে।

1 min read

আগামী ১ জুন থেকে সংসদের ক্যান্টিনে কেবল মাত্র ‘মেড ইন ইন্ডিয়া’ অর্থাৎ স্বদেশীয় সামগ্রীই বিক্রি হবে। বুধবার সরকারের তরফে একথা জানানো হয়েছে। মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন ‘আত্মনির্ভর ভারত’-এর কথা। তাঁর সেই বক্তব্যের সঙ্গে যোগসূত্র খুঁজে পাওয়া যাচ্ছে এই বিষয়টির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করে জানিয়েছেন, ‘‘গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কাছে আবেদন রেখেছেন আত্মনির্ভর হয়ে ওঠার। এবং স্বদেশীয় পণ্যের দিকে ফোকাস রাখতে বলেছেন। নিঃসন্দেহে এর ফলে আগামী দিনে তা ভারতকে বিশ্বনেতৃত্বের দিকে এগিয়ে দেবে।” স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ‘‘এই বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে সমস্ত সিএপিএফ ক্যান্টিনে কেবল স্বদেশীয় সামগ্রীই বিক্রি করা হবে। এটা ১ জুন থেকে কার্যকরী হবে। প্রায় ১০ লক্ষ সিএপিএফ কর্মী ও তাঁদের পরিবারের ৫০ লক্ষ সদস্য স্বদেশী সামগ্রী ব্যবহার করে।”

You May Also Like