আবারও রক্তাক্ত হল জম্মু-কাশ্মীর উপত্যকা

1 min read

করোনার বিরুদ্ধে লড়াই করতে ব্যস্ত সমগ্র দেশ। এরমাঝে কয়েকদিন শান্ত থাকার পর ফের উত্তপ্ত হয়ে উঠল জম্মু-কাশ্মীর উপত্যকা। জম্মু-কাশ্মীরের সোপোরে শনিবার জঙ্গি হামলায় নিহত হলেন ২ পুলিশকর্মী-সহ ৪ জন। তবে এখনও পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে উপত্যকায়। জঙ্গিদের খোঁজে পুরো এলাকা ঘিরে ফেলেছে বাহিনী। শনিবার সোপোরের আরামপোরা হামলা চালাল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা। এলাকায় টহল দিচ্ছিলেন সিআরপিএফ এবং পুলিশের একটি যৌথবাহিনী। আচমকাই সেই সময় ওই দলকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও। দু’জন সাধারণ মানুষ মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। তবে নিরাপত্তাবাহিনীর সন্দেহ এখনও ওই এলাকাতেই লুকিয়ে রয়েছে জঙ্গিরা। মোতায়েন করা হয়েছে আরও বেশি সংখ্যক নিরাপত্তা বাহিনী।

দিনদশেক আগেও জঙ্গিদের গুলিতে রক্তাক্ত হয়ে উঠেছিল জম্মু-কাশ্মীর। সম্প্রতি জম্মু-কাশ্মীরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে বেশ বড়সড় সাফল্য পেয়েছিল ভারত। গতমাসেই কেন্দ্রশাসিত প্রদেশটির অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয় সন্ত্রাসবাদীদের। সেই গুলির লড়াইয়ে নিকেশ হয়েছিল কুখ্যাত তিন লস্কর জঙ্গি।

You May Also Like