আবারও স্থগিত হয়ে গেল কলেজ-ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষার ভবিষ্যৎ

1 min read

সোমবারও সুরাহা হ’ল না কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টারের পরীক্ষার ভবিষ্যৎ। কোভিড পরিস্থিতিতে চূড়ান্ত বর্ষের পরীক্ষা আদৌ হবে কি-না তা জানতে ১৪ আগস্ট পর্যন্ত ফের অপেক্ষা করতে হবে ছাত্র-ছাত্রীদের।সুপ্রিম কোর্টের রায় পিছোতেই আরো অপেক্ষা বাড়ছে।

কোভিড-১৯ এর কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা সংক্রান্ত সার্কুলারের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন পড়ুয়ারা। সেই মামলার শুনানি ফের ১৪ আগস্ট পর্যন্ত পিছিয়ে দিল বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি এবং বিচারপতি এম.আর শাহ’র ডিভিশন বেঞ্চ। এদিকে, ইতিমধ্যেই দিল্লি এবং মুম্বই সরকার রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলোতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে। এর বিরুদ্ধে এদিন কোর্টে ইউ.জি.সি’র তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, একমাত্র ইউ.জি.সি কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। কোনও রাজ্য সরকার নিজেদের মতো করে সেই সিদ্ধান্তের বদল করতে পারে না।

You May Also Like