আলিপুরদুয়ার জেলায় অক্সিজেনের ঘাটতি মেটাতে বসানো হয়েছে চারটি অক্সিজেন প্ল্যান্ট

0 min read

কোভিড পরিস্থিতি মোকাবিলায় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন পদক্ষেপ প্রশংসনীয়। শুক্রবার ডুয়ার্সকণ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানালেন ওএসডি ডাঃ সুশান্ত রায়। সাধারনত লালারসের নমুনা এর আগে পাঠানো হত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। রিপোর্ট পেতে সেক্ষেত্রে একটু হলেও দেরি হত। এবারে সেই সমস্যার সমাধান হতে চলেছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভিআরডি ল্যাব শুরু হতে চলেছে। তার জন্য প্রয়োজন কর্মীর। স্বাস্থ্য ভবনে এই বিষয়ে কথা হয়েছে বলে জানান সুশান্ত বাবু। ইঙ্গিত মিলেছে শীঘ্রই ল্যাব চালু হওয়ার।

অক্সিজেনের ঘাটতি জেলায় হবে না বলে অভয়বাণী শোনালেন ওএসডি। কারণ জেলার চার স্থানে অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে। একটি প্ল্যান্টের কাজ প্রায় শেষ। এই মুহুর্তে জেলায় প্রচুর পরিমাণে অক্সিজেন মজুত রয়েছে বলে জানিয়েছেন সুশান্ত বাবু।

করোনা নিয়ে আলিপুরদুয়ার জেলা দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে। আরটিপিসিআর টেস্ট চলছে। করোনা আক্রান্তদের পরিষেবা যে পরিমাণে প্রদান করা হচ্ছে এই বিষয়ে প্রশংসা করেন তিনি।

You May Also Like