ইঞ্জেকশনে নয়া নিডল আবিষ্কার আইআইটি খড়্গপুরের

1 min read

ইঞ্জেকশন নিতে কম বেশি স‌কলেই ভয় পায়। এবার সেই ভয় দূর করতেই খড়্গপুর আইআইটি এমন এক নিডল আবিষ্কার করেছে যা দিয়ে ইঞ্জেকশন দিলে খুব বেশি ব্যথা লাগবে না। খড়্গপুর আইআইটি-র গবেষকরা এক ধরনের মাইক্রোনিডল তৈরি করেছেন যা দিয়ে সব ধরনের ইঞ্জেকশন দেওয়া যাবে। আর এই মাইক্রোনিডল শরীরে ফোটালে খুব একটা ব্যথাও লাগবে না। জানা গিয়েছে, এই গবেষণার জন্য আর্থিক ভাবে সাহায্য করেছে কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। ইতিমধ্যেই প্রোটোকল মেনে বিভিন্ন পশুর শরীরে এই নিডল ব্যবহার করে সাফল্য মিলেছে।

এই গবেষণা করেছে খড়্গপুর আইআইটি-র ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। সাধারণ ভাবে যে সূচ দিয়ে ইঞ্জেকশন দেওয়া হয় তার থেকে অনেকটাই সরু হবে নতুন এই নিডল। তবে শরীরে ওষুধ পৌঁছে দেওয়ার ক্ষমতা হবে সমান। গবেষকদের দাবি, এই সূচ দিয়ে ভ্যাকসিনও দেওয়া যাবে। কোভিড-১৯ এর টিকা দেওয়ার ক্ষেত্রে কম ব্যাথার এই সূচ খুবই উপযোগী হবে বলে দাবি গবেষকদের।

You May Also Like