উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ফেসবুক পোস্টকে ঘিরে ফের বিতর্ক রাজনৈতিক মহলে

0 min read

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ফের বিতর্ক রাজনৈতিক মহলে।উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার ফেসবুক একাউন্টে লিখেছেন “দীপক ভট্টাচার্য সহ ১২জন অঞ্চল সভাপতি ও অন্যান্য নেতাদের কাছে আমার দাবি বিরোধী শূন্য ব্লক চাই।” উদয়ন গুহর এই ফেসবুক পোস্টের পর স্বাভাবিক ভাবেই বিরোধীদের অভিযোগ নির্বাচনে অশান্তি সৃষ্টি করতেই নির্বাচনের আগে উদয়ন গুহ এই উস্কানিমূলক ফেসবুক পোস্ট করেছেন। মনোনয়নপত্র জমার দিন থেকে শুরু করে স্কুটনির দিন পর্যন্ত বিজেপি প্রার্থীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে, সেই জায়গায় তৃণমূলের ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতিদের উদয়ন গুহের এই ধরনের নির্দেশ এলাকায় আরও অশান্তি বাড়াবে বলে দাবি বিরোধীদের। বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, উদয়ন গুহ ভয় পাচ্ছে। প্রথমেই বিজেপি প্রার্থীরা যাতে মনোনয়নপত্র জমা দিতে না পারে তার জন্য বাধা দেওয়ার চেষ্টা করেছে। উত্তরবঙ্গের মন্ত্রী গোটা উত্তরবঙ্গ ছেড়ে শুধু দিনহাটা দুই নম্বর ব্লকে পড়েছিল যাতে বিরোধীরা প্রার্থী দিতে না পারে। কিন্তু তারপরেও বিজেপি সেখানে প্রার্থী দিয়েছে। সেখানে নির্বাচন হবে। আর বিজেপি সেখানে অনেক ভোটের ব্যবধানে জয়লাভ করবে। আর সেই কারণেই উদয়ন গুহ এই ধরনের পোস্ট করছে। যদিও এই বিষয়ে উদয়ন গুহ জানিয়েছেন, আমার বিধানসভা কেন্দ্রে আমার দলের কর্মীদের উজ্জীবিত করবো, তাদের টার্গেট ঠিক করে দিবো এতে অস্বাভাবিকের কি রয়েছে? আমাদের কর্মীরা যেভাবে কাজ করছে যেভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রাখছে, মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের জন্য কাজ করছে প্রতিটি এলাকায় উন্নয়ন করছে তাতে এটা আশা করায় অন্যায় কি রয়েছে। আমার সেই আশাটাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কর্মীদের উদ্দেশ্যে জানিয়েছি।

You May Also Like