একাদশ শ্রেণির মার্কস ফয়েল ও উওরপত্র নিয়ে বড়সড় ঘোষণা সংসদের

1 min read

একাদশ শ্রেণির মার্কস ফয়েল ও উওরপত্র নিয়ে বড়সড় ঘোষণা করল সংসদ। সমস্ত স্কুলগুলিকে মার্কস ফয়েল ও উওরপত্র সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, উচ্চ মাধ্যমিক ২০২১-এর ফলাফল প্রকাশের পরবর্তী ছ’মাসের মধ্যে মার্কস ফয়েল বা উওরপত্র চেয়ে পাঠাতে পারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পাশাপাশি একাদশ শ্রেণির মার্কস ফয়েল জমা দেওয়ার শেষ দিনও বাড়িয়েছে সংসদ। স্কুলগুলিকে চলতি মাসের ২৮ তারিখের মধ্যে মার্কস ফয়েল জমা দেওয়ার শেষ দিন বলে জানানো হয়েছে।

উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন কীভাবে তাও জানিয়েছেন সংসদ সভাপতি মহুয়া দাস। এই পদ্ধতিতে মূল্যায়নে কেউ সন্তুষ্ট না হলে কোভিড পরিস্থিতি স্বাভাবিকের পর পরীক্ষায় বসতে পারবেন পড়ুয়ারা। ২০১৯ সালের মাধ্যমিকের সর্বাধিক প্রাপ্ত নম্বরের নিরিখে চারটি বিষয় থেকে ৪০ শতাংশ, ২০২০ সালের একাদশ শ্রেণির লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ৬০ শতাংশ ও দ্বাদশের প্রজেক্ট (২০ নম্বর) ও প্র্যাক্টিকাল (৩০ নম্বর)-এর গড় হিসাব করে দ্বাদশ শ্রেণির রেজাল্ট তৈরি হবে। ২০১৯ সালের মাধ্যমিকে পড়ুয়া যে চার বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিল সেই প্রাপ্ত নম্বরের ৪০ শতাংশ। বিজ্ঞান বিষয়ের ৭০ নম্বরের মধ্যে ২৮ নম্বর নেওয়া হবে এই ক্ষেত্র থেকে অর্থাৎ পাটিগণিতের হিসেবে ৪০০-এর মধ্যে যে ২০০ পেলে ২৮ নম্বরে কত পাবেন ওই পড়ুয়া, এই ভিত্তিতে হবে মূল্যায়ন। যদি কোনও পড়ুয়া ফিজিক্সে থিওরিতে ৭০ নম্বরের ৫০ এবং দ্বাদশের প্র্যাকটিক্যাল পরীক্ষায় ৩০ নম্বরের মধ্যে ২৮ পায় তাহলে পড়ুয়ার প্রাপ্ত নম্বর হবে ১৪+৩০+২৮=৭২।

You May Also Like