এবার মহাকাশে রেস্তোরাঁ

0 min read

অবাক ঘটনা। মহাকাশে বসে খানা পিনা। তৈরি হচ্ছে মহাকাশে রেস্তোরাঁ। বিশ্বের প্রথম মহাকাশে হোটেল। প্রজেক্টের নাম ‘আউট অফ দ্য ওয়ার্ল্ড’। ভয়জার স্পেস ষ্টেশন এটি তৈরি করছে। সূর্যগ্রহণ ও সূর্যাস্ত দেখতে পাবেন ১৬বার। বেশি নয়, খরচ হবে ৫ মিলিয়ন (৩৬ কোটি টাকা)। ২০২৭ সালের মধ্যে তৈরি হচ্ছে এই বিলাসবহুল রেস্তোরাঁ। ইতিমধ্যেই মহাকাশের হোটেলের বুকিং শুরু হয়ে গিয়েছে। হোটেল তৈরির কাজ শুরু হবে ২০২৫ সালে।  

You May Also Like