ঐক্যের মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি

1 min read

ভারতে এসে আকর্ষণীয় দেখার জায়গার তালিকায় নিজের জায়গা করে নিয়েছে স্ট্যাচু অফ ইউনিটি৷ নিউইয়র্কের স্ট্যাচু অফ লির্বাটির থেকেও জনপ্রিয় গুজরাতের কেভাদিয়ায় ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটির৷ এই মূর্তিটি বিশ্বের সবথেকে লম্বা ভাস্কর্য৷ এই মূর্তিটি ঐক্যের মূর্তি নামেও পরিচিত৷

বিশ্বজোড়া পর্যটকদের জন্য আকর্ষণীয় ঘোরার জায়গা হয়ে উঠেছে স্ট্যাচু অফ ইউনিটি৷ বল্লভভাই পটেলের স্মৃতির উদ্দেশ্যে ১৮২ মিটার উঁচু মূর্তিটি তৈরি হয় মোদি সরকারের উদ্যোগেই৷ সর্দার বল্লভ ভাই প্যাটেলের 143 তম জন্মদিবসে স্ট্যাটু অফ ইউনিটি-র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জায়গার আরও একটি আকর্ষণ হচ্ছে সর্দার প্যাটেল জুলজিক্যাল পার্ক৷

You May Also Like