কংগ্রেসের এসসি সেলের সভায় সুখবিলাস বর্মা

0 min read

ভোটের নির্ঘন্ট প্রকাশের হয়নি, কিন্তু এপ্রিলের মধ্যে ভোট হবে এই লক্ষ্য নিয়ে নিজের নিজের সংগঠন গোছাতে তৎপর সবপক্ষ। দেরিতে এবং ধীরে হলেও নিজেদের সংগঠন মজবুত করতে সভা শুরু করল কংগ্রেস।এদিন জলপাইগুড়ি জেলায় তপসিলি সম্প্রদায়ের মানুষদের নিয়ে কংগ্রেসের এসসি সেলের সভা অনুষ্ঠিত হল।জানা গেছে সভাটি অনুষ্ঠিত হয় সুভাষ ভবনে।

সভা‌র মধ‍্য দিয়ে এসসি সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন দাবি তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন সংস্থার পশ্চিমবঙ্গের চেয়ারম্যান ডঃ সুখবিলাস বর্মা ও জলপাইগুড়ি জেলার চেয়ারম্যান নারায়ণ সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন রুমা মুন্সি, অমিত ভট্টাচার্য, তপন ভট্টাচার্য প্রমুখ কংগ্রেস নেতা‌রা। এই সভার মধ‍্য দিয়ে এবছর বঙ্গরত্ন পুরস্কার প্রাপ্ত ডঃ রাজা রাউতকে সংবর্ধনা দেওয়া হয়। কংগ্রেস নেতা অম্লান মুনশি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের কিভাবে আরও উন্নতি ঘটানো যায় তা নিয়েই সভায় আলোচনা করা হয়েছে।

You May Also Like