করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারত সচেতন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে, মনে করেন প্রধানমন্ত্রী।

1 min read

ভারত সহ গোটা বিশ্বের করোনা পরিস্থিতি নিয়ে বিল গেটসের সঙ্গে বৃহস্পতিবার আলোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মহামারীর মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণা সহ বৈশ্বিক সমন্বয়ের গুরুত্ব নিয়েও আলোচনা করেন তাঁরা। একটি ভিডিও কনফারেন্স মারফৎ ওই বৈঠক চলাকালীন বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-সভাপতি বিল গেটস এবং প্রধানমন্ত্রী মোদি একমত হয়েছেন যে, ভারত গোটা বিশ্বের সঙ্গে করোনা পরিস্থিতিতে একসঙ্গে কোমর বেঁধে লড়াই করছে। এই মারণ রোগকে রোখার জন্যে যথেষ্ট সদিচ্ছাও যে দেখিয়েছে ভারত, এবিষয়েও মোদির সঙ্গে সহমত হন গেটস। প্রধানমন্ত্রী এবিষয়ে টুইটারে লেখেন,”@BillGates এর সঙ্গে অনেকক্ষণ ধরে আলাপ-আলোচনা করলাম। করোনা ভাইরাসের বিরুদ্ধে কীভাবে লড়াই করছে ভারত তা নিয়ে যেমন আলোচনা করেছি তেমনই কোভিড- ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে @gatesfoundation এর কাজ নিয়েও আলোচনা করেছি। পাশাপাশি এই পরিস্থিতিতে প্রযুক্তির ভূমিকা, বিভিন্ন গবেষণা এবং এই মহামারী নিরাময়ের জন্য ভ্যাকসিন তৈরির বিষয় নিয়েও আলোচনা হয়েছে আমাদের মধ্যে”।

You May Also Like