করোনার মধ্যেও গঙ্গারামপুরে চাহিদা বেড়েছে জাতীয় পতাকার

0 min read

রাত পোহালে সমগ্র দেশবাসী মেতে উঠবেন স্বাধীনতা দিবস পালনে ।আগামীকাল দেশের ৭৪তম স্বাধীনতা দিবস । দেশের সব মানুষ মাতবে স্বাধীনতা দিবস উদযাপনে ।এবার স্বাধীনতা দিবস মুখে মাস্ক পরে পালিত হবে বলে সূত্রের খবর। তার আগেই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর জুড়ে বিভিন্ন দোকানে ভারতের জাতীয় পতাকার বিক্রির ব্যাপকভাবে হার বেড়েছে,যা কিনতে ভিড় জমাচ্ছেন আট থেকে আশি সকলেই । ১০ টাকা থেকে শুরু করে ২০০ টাকা অবদি বিভিন্ন ধরনের ভারতের জাতীয় পতাকা বিক্রি চলছে বলে জানা গেছে।

পাশাপাশি করোনা পরিস্থিতির মধ্যে অনেক ব্যবসায়ীদের লক্ষ্মীর ভাঁড়ে টান পড়েছিল কিন্তু বর্তমানে লকডাউন কিছুটা ফিকে থাকায় ব্যবসা ভালো হচ্ছে তার পাশাপাশি মুখে হাসি ফুটেছে ব্যবসায়ীদের। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ব্যবসা ভালো হওয়ায় গঙ্গারামপুর শহরের বিভিন্ন দোকানদারেরা ভারতের জাতীয় পতাকা তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে। পাশাপাশি তারা সামাজিক দূরত্ব বজিয়ে রেখে মুখে মাস্ক পড়বার অনুরোধ করছেন সকলকে। তাদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা । স্বাধীনতা দিবসের ঠিক একদিন আগে গঙ্গারামপুর শহর জুড়ে এখন সাজো সাজো রব শুরু ।

You May Also Like