করোনা কালে খুলে গেল অসমের সব শিক্ষা প্রতিষ্ঠান

1 min read

টানা সাত মাস বন্ধ থাকার পর শিক্ষার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে সরকারি নির্দেশিকা মেনেই সোমবার থেকে নিয়মিত ক্লাস শুরু করল অসমের শিক্ষা প্রতিষ্ঠানগুলি। নির্দেশিকায় এক গুচ্ছ নিয়ম মানার কথা বলা হয়েছে।

নির্দেশিকায় বলা হয়, শিক্ষক শিক্ষার্থী সকলের জন্যই মাস্ক বাধ্যতামূলক। সেই সঙ্গে স্যানিটাইজার, ও ৬ ফুটের দূরত্ব বিধি মেনে চলতে হবে। বিদ্যালয়ের সমস্ত শ্রেণির জন্য একটি বিজোড়-বিজোড় ব্যবস্থা এবং বিক্ষিপ্ত সময়সূচি অনুসরণ করা হবে। থাকবে। প্রতি সপ্তাহের শেষে স্কুল স্যানিটাইজ করতে হবে।

প্রতিদিন থার্মাল স্ক্যানার দিয়ে শিক্ষক, শিক্ষার্থীর তাপমাত্রা পরীক্ষা করতে হবে। স্কুল বাসগুলিতে মোট আসনের এক তৃতীয়াংশ ভরতি করা যাবে। সরকারি স্কুলগুলিতে প্রতি ১৫ দিন অন্তর রাঁধুনি ও সহয়কদের RT-PCR টেস্ট করাতে হবে।

You May Also Like