কাশ্মীরে যাওয়ার অনুমতি পেলেন ইয়েচুরি…

1 min read

নিজসব সংাাদদাতা:  সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে কাশ্মীরে যাওয়ার ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট। সহকর্মী মহম্মদ ইউসুফ তারিগামিকে দেখতে তাঁকে শ্রীনগরে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে ভূস্বর্গে ইয়েচুরির কোনও রাজনৈতিক পদক্ষেপ করার কোনও অনুমতি দেয়নি শীর্ষ আদালত।

৩৭০ ধারা বিলোপ হওয়ার পর জম্মু ও কাশ্মীরে আটক করা হয়েছিল তারিগামিকে। তাঁকে দেখতে যাওয়ার জন্য সীতারাম ইয়েচুরিকে কাশ্মীরে যাওয়ার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ইয়েচুরির উদ্দেশে বলেছেন, ‘মনে রাখবেন, আপনি একজন বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। অন্য কিছু করবেন না।’ সলিসিটর জেনারেল আপত্তি জানিয়ে বলেছিলেন, রাজনৈতিক উদ্দেশ্যেই কাশ্মীর যেতে চাইছেন ইয়েচুরি। তবে শীর্ষ আদালত বলে, ‘ইয়েচুরি যদি সে রকম কিছু করেন, তাহলে আপনি তাঁকে বাধা দেবেন এবং রিপোর্ট করবেন।’ ইয়েচুরি অন্য কিছু করলে তা আদালত অবমাননা হিসেবে গৃহীত হবে বলেও জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

You May Also Like