কোভিডে প্রয়াত হলেন বাচিক শিল্পী প্রদীপ ঘোষ

0 min read

প্রয়াত হলেন বাচিক শিল্পী প্রদীপ ঘোষ । আবৃত্তি তথা শিল্পজগতে তাঁর কণ্ঠস্বরে শ্রোতারা মুগ্ধ হয়ে শুনতেন ।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর । পরিবার সূত্রে জানানো হয়েছে, এদিন সকাল সাড়ে ছ’‌টা নাগাদ ঘুমের মধ্যেই মৃত্যু হয় শিল্পীর ।

পরিবার আরও জানিয়েছে, শনিবার থেকে জ্বর ছিল তাঁর। করোনা পরীক্ষাও করা হয়েছিল। মৃত্যুর পর করোনা পরীক্ষার রিপোর্টে জানা যায়, তিনি কোভিড পজিটিভ ছিলেন। তবে তাঁর শরীরে কোনওরকম উপসর্গ ছিল না। ঘটনায় শোক প্রকাশ করে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কণ্ঠস্বর, উচ্চারণের ভঙ্গি বছরের পর বছর শ্রোতাদের মুগ্ধ করে এসেছিল । তথ্য সংস্কৃতি বিভাগে যুগ্ম অধিকর্তা হিসাবে সাফল্যের সঙ্গে কাজ করেছিলেন। ২০১৭ সালে তাঁকে কাজী সব্যসাচী পুরস্কার দেওয়া হয় । বাচিক শিল্পের যে একটি নিজস্ব ছন্দ আছে, তাঁর যে ব্যাকরণ আছে, তা এককথায় নতুন খাতে বইয়ে দিতে পেরেছিলেন প্রদীপ ঘোষ।

You May Also Like