গদাধর নদীর জল বাড়ায় বাঁধের ভাঙ্গনে ঘুম উড়েছে ২০০টি পরিবারের

0 min read

তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত তুফানগঞ্জ ১নম্বর ব্লকের নাককাটিগছ গ্রাম পঞ্চায়েতের ধাধিয়াল এলাকায় গদাধর নদীর জল বাড়ায় ওই এলাকায় শুরু হয়েছে নদী ভাঙ্গন। নদী ভাঙনের ফলে ইতিমধ্যেই ভাঙ্গন শুরু হয়েছে নদীর বাঁধেও। এই নদী বাঁধের উপর দিয়ে যাতায়াত করত ওই এলাকার সমস্ত মানুষ। নদীর বাঁধ ভেঙে যাওয়ায় একদিকে যেমন গোটা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় আতঙ্কিত এলাকার মানুষ পাশাপাশি বাঁধ ভেঙে যাওয়ায় যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে এলাকার মানুষের।

স্থানীয়দের অভিযোগ প্রশাসনকে বারংবার জানানো হলেও কোনো সুরাহা মেলেনি। এই পরিস্থিতিতে গদাধর নদী বাঁধ ভাঙ্গন পরিদর্শন করলেন তুফানগঞ্জ বিধানসভার বিজেপির বিধায়িকা মালতি রাভা রায়। তিনি অভিযোগ করেন প্রশাসনের উদাসীনতার কারণে গদাধর নদীর ভাঙ্গনে বাড়িঘর এবং চাষের জমি হারিয়েছে বহু মানুষ।

দ্রুত ভাঙ্গন ঠেকানো না গেলে এলাকার মানুষের আরো বেশি ক্ষতি হবে। তাই অতি দ্রুত বাঁধ নির্মাণের জন্য তিনি ব্লক উন্নয়ন আধিকারিক, এবং সেচ দপ্তরের সঙ্গে কথা বলবেন।

You May Also Like