চলতি বছরে ডলারের বিপরীতে টাকার দাম মোট ৬.১৭% হ্রাস পেয়েছে।

1 min read

করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দেশে টানা লকডাউন চলছে। এই লকডাউনের প্রভাব পড়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতিতেও। বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গে মার্কিন ডলারের তুলনায় হুৃ-হু করে কমে যায় ভারতীয় টাকার দাম। এক ধাক্কায় ১৭ পয়সা অর্থাৎ ০.২২ শতাংশ কমে যায় ভারতীয় টাকার দাম। বুধবারের বাজারের প্রথম দিকে টাকার দাম দাঁড়ায় ১ ডলার =৭৫.৮০ টাকা। তবে এরপরে বাজার একটু ঘুরলে অল্প হলেও বাড়ে ভারতীয় টাকার দাম। শেষপর্যন্ত মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় মুদ্রার মূল্য দাঁড়ায় ৭৫.৭৬ টাকা। হয়েছে। মঙ্গলবার এক মার্কিন ডলারের তুলনায় ভারতীয় টাকার দাম ছিল ৭৫.৬৩ টাকা। শুধু ভারতই নয়, গোটা বিশ্বই ভুগছে অর্থনৈতিক মন্দায়। তবে এদেশে এতদিন ধরে সমস্ত উৎপাদন ও ব্যবসায়িক লেনদেন বন্ধ থাকায় বড়সড় প্রভাব পড়েছে ভারতীয় অর্থনীতিতে। জানা গেছে, চলতি বছরে ডলারের বিপরীতে টাকার দাম মোট ৬.১৭% হ্রাস পেয়েছে।

You May Also Like